হে স্বপ্ন বিলাসী প্রেমিক-প্রেমিকা,
চেয়ে দেখো, অবনী এখন গদ্যময়!
তোমার আবেগ তোমাকে ধোঁকা দিবে,
যদিও তুমি এখনো বসে বসে কল্পনায়
গাঁথছো সুগন্ধি ফুলের অনিন্দ্য মালা!
কিন্তু কাব্যসুধা হারিয়ে ফেলেছে তার
মাধুর্য! নান্দনিক রঙমহলে বাজছে
এখন বিচ্ছেদের সুর, হৃদ জুড়ে জ্বালা!
এখন আর বাজে না অনিন্দ্য ছন্দের
মোহিনী নূপুর! বসন্তও করে ভর্ৎসনা!
চৈত্রের তপ্ত হাওয়া বিলায় সুপ্ত যন্ত্রণা!
এখন আর সুখের স্বপ্ন রচে না ছন্দ,
ছড়ায় অশ্লীলতা! নীরবে পরকীয়া
আলেয়ার মত হৃদয়ে ছড়ায় দ্বন্দ্ব!