আলোকিত রমণী দাঁড়ায়ে দুয়ারে দ্যুতিময়
ঘুমন্ত স্বপ্ন এখনও রয়েছে হৃদয়ে দো'টানায়।
সুখের বার্তা হয়ে স্বপ্ন যখন আসে ছন্দময়!
প্রেমীর তখন হারিয়ে যাবার নেই সময়!


বলে, রজনীগন্ধা হয়ে থাক যদি পাশে বসে
শোনাবো প্রেমের গান প্রিয়া, সুরের আবেশে।
নির্ঘুম রাত শেষে ফের যদি বল ভালবেসে
অসমাপ্ত গল্পটা শেষ করো আবার এসে।


ভালবাসার পিপাসা কভু মিটিবার নয়!
এক আকাশ প্রেম দিয়েও পায় না হৃদয়!
যুদ্ধ যুদ্ধ খেলে ভালবাসা ছিনিয়ে নিতে
প্রেমের সমাধি গড়ে! তবু পায় না বিজয়!


স্মৃতির গর্ভ থেকে ভালবাসার আবেগ এসে
প্রেমের কবিতার মত এখনও স্বপ্ন ছড়ায়!
প্রেমীর মনে জাগে হৃদয় হারাবার সংশয়!
থাকে নতুন ভোরের সূর্যোদয়ের প্রত্যাশায়!