ঊষার আলোয় দেখি সবুজের ঢেউ,
বাতায়নে বসে আছে এলোচুলে কেউ;
উদাসী মেঘের সাথে করে আলাপন,
দূর থেকে মনে হয় কত না আপন!
জোয়ার-ভাটার মত আশা-নিরাশায়
দুলে উঠে এই মন অজানা নেশায়!
শিউলি ফুলের মত আবেগ ছড়ায়,
সুখের স্বপন এসে হৃদয় জুড়ায়!


ভালবাসা কারে বলে, কি তার প্রকাশ!
জোছনায় ভরা দেখি, মায়াবী আকাশ;
দখিনা বাতাসে পাই সুমধুর ঘ্রাণ,
রাখালী বাঁশির সুরে নেচে উঠে প্রাণ!
নিসর্গের আবেদনে খুঁজে পাই ছন্দ,
এই বুঝি ভালবাসা, ছুঁয়ে যায় নন্দ!