প্রতীক্ষার প্রহর বড় বেশি দীর্ঘকায়!
অপ্রত্যাশিত এবং অনুদার মনে হয়!
প্রতিটি মুহূর্ত কেটে যায় দুর্ভাবনায়!
স্বপ্নও নিষ্প্রভ হয়ে ফিকে হয়ে যায়!


বাড়ন্ত পুলক করে, অহেতুক বিদ্রুপ;
সদয় স্বভাব ধারণ করে বিবর্ণ রূপ!
বসে না কাজে মন, এলোমেলো কর্ম-
উপেক্ষিত হতে থাকে, জাগতিক ধর্ম!


অনিয়ম হতে থাকে নিয়মের বিকল্প!
তছনছ হয়ে যায় যত জরুরী প্রকল্প!
দেহকে খামচে ধরে আলস্য বারংবার
হৃদয় মানে না মোটে দায়িত্বের ধার!


অন্তরটা হয়ে যায় উসখুস-অভিসারী!
অযথা হয়ে যায় কৃতকর্মে বাড়াবাড়ি!
হাজারো চেষ্টা করেও হই নিয়ন্ত্রণহীন;
উৎকণ্ঠা জেঁকে বসে, আশা হয় ক্ষীণ!