ঢাকা যখন ফাঁকা, তখনও নাকি কর্মসূচী ভোঁতা!
শিখিয়ে দেয়া বচন বলে! পোষ মানানো তোতা!
আরম্ভ হয়ে গেছে রেফারি বিহীন খেলার মজমা!
কার কত দম! দেখে জনগণ! সমাবেশ রমরমা!
ফন্দি-ফিকিরে দক্ষ! কসরত করে কত কৌশল;
সময়ের হেরফেরে সুদসমেত, করে নেয় উসুল!
অতঃপর তপ্ত জনপদ হাঁপায়, আতঙ্কে-উৎকন্ঠায়-
দরদামে হয়রান! হতাশায় জনগণ-উপার্জন চায়।
হাল এমন! স্বীয় ভারে হারাবে চেতন, অকস্মাৎ!
যখন ভাঙ্গবে ঘুম! থামবে কোলাহল, বাজিমাৎ!
হাসবে-কাঁদবে ওরা! রইবে না আর কারো বাত,
হুঁশ ফিরলেই দেখবে আঁধার, তখন গভীর রাত!
কত কৌশুলী প্যাঁচ! কারা পাবে জয় বেলাশেষে-
অন্তরালে বসে রায় লিখেন! কেউ পায় না দিশে।