আলোর ভুবন যদি
আঁধারে ঢেকে যায়,
মাটির প্রদীপ যদি
বাতাসে নিভে যায়;
খুঁজো না আমায় আর কোনদিন।


সুখে দুখে পাশে ছিলে
ভালবাসা ঢেলে দিলে,
জীবনের ক্ষণে ক্ষণে
ব্যথা পেলে সাদা মনে;
অভিমান করো নাই তবু কোনদিন!


ভালবাসা পুঁজি করে
স্বপ্ন সাজালে ঘরে,
দু:খকে দূরে ছুঁড়ে
সেবা দিলে অকাতরে;
শোধ করা হ’লো না তোমার সে ঋণ!


আকাশে মেঘ ছিল
বাতাসে বেগ ছিল,
হৃদয়ে ভয় ছিল
পড়ে যদি শিল;
তবুও ভাঙ্গেনি ঘর, গিয়েছে সে দিন!