আমি একজন মূর্খ প্রজা
মহাজ্ঞানী আমার রাজা,
তাঁর হুকুমেই চলতে হবে
নইলে পাব সাজা।


অহম শুধু তাঁরই ভূষণ
যিনি করেন বিশ্ব শাসন,
জীবন মরণ তাঁর ইশারায়
নয় গো প্রহসন।


লক্ষ কোটি গ্রহ তারা
শূন্যে ভাসে বাঁধন হারা!
সেই তুলনায় এই পৃথিবী
আর কি! বিন্দু ছাড়া?


ঠুনকো মানুষ কৌশুলী হয়
রহস্য যার নেই জানা!
সেই মূর্খই দম্ভ করে
মাটিই যার বিছানা।


সেই পৃথিবী করতে শাসন
যুদ্ধ করে পেতে আসন,
মানবতা খুনের পরেও
করতে চা্য় শোষণ!


আমার দেহ মাটির খাঁচা;
তিনি তো নন অঙ্কে কাঁচা,
সেই সত্ত্বার হুকুম এলেই
আর হবে না বাঁচা!