রত্নগর্ভা জননী আমার
নিযুত সেনার মা,
লক্ষ শহীদ রক্ত দিয়ে
মুক্ত করলো গাঁ।


তোমার কদম ছুঁয়েই মাগো
ধরেছিল হাতিয়ার,
মুক্ত করার জন্য স্বদেশ
মেরেছিল জানোয়ার।


সবুজ জমিন লাল হয়েছিল
রক্তের বন্যায়,
লহুর স্রোতেই ধুয়ে দিল ওরা
অগনিত অন্যায়।


পাল ছেঁড়া নাও মাঝি হীন তবু
ধরেছিল কষে হাল,
মায়ের স্বপ্ন করতে পূরণ
দিয়েছিল জানমাল।


সেই জননীর বক্ষ জুড়িয়া
লক্ষ দানব নাচে,
মুক্তি পাগল সন্তান তাঁর
মাথা নিচু করে বাঁচে!