রুবাই-৮৮


পামরের ধোঁকায় পড়ে হই অবক্ষয়ের শিকার!
তাই, নিজের মাকে বোঝা ভেবে রই নির্বিকার!
দুনিয়া ভরে ছড়িয়ে বেড়াই অর্জিত যত সুনাম;
ভুলে যাই মায়ের পায়ের নীচে জান্নাত আমার।


রুবাই-৮৯


বিশ্বকাপের জ্বর ছুটেছে সুস্থ এখন ভক্তকুল;
কেউ খেলো গরু, কারো হৃদে বিঁধলো হুল!
উত্তেজনায় গ্যালারীতে কেউ বা হারায় খেই,
কেউ আবার হেরে গিয়ে ছিঁড়লো মাথার চুল!


রুবাই-৯০


বাড়ছে শুধু হত্যাকান্ড! বাড়ছে নিয়ত শোক!
ভুলে যায় শ্রদ্ধাশীলতা! বিশ্বের বিদগ্ধ লোক!
মনের অজান্তে করে বসে দানবের উপাসনা;
পরিশেষে বলবে কেঁদে, শয়তান নাশ হোক।