রুবাই-৫৭


বিরহের কাব্যসুধা শিশিরের মতই ছুঁয়ে যায় হৃদয়;
প্রিয় যখন উদাসী বাউলের মতই হয়ে যায় নির্দয়!
স্মৃতির ভেলায় চেপে, যতই আসুক না ভালোবাসা-
স্বপ্নে রাঙিয়ে দিয়ে মন, অশ্রুসিক্ত করে চলে যায়!


রুবাই-৫৮


আপাতদৃষ্টে প্রায়শই উপেক্ষিত মনে হলেও ঘাসফুল,
ঝুমকো লতার মত কখনো হয়ে যায় ষোড়শীর দুল!
তেমনি হৃদয় ছোঁয়া মুগ্ধতা ছড়ায় প্রেম-ভালোবাসায়;
অপবাদ দিও না যেনো তারে, অসাবধানে করে ভুল।


রুবাই-৫৯


বাঁদর জাতীয় কাউকে দিও না স্নেহের রায়;
কৃপা দেখালেই ঘাড় থেকে চেপে বসে মাথায়,
ক্রমে বাড়াতে থাকে পাপের পাহাড় নিত্যদিন,
প্রচন্ড আঘাতে কেউ কেউ সোজা হয়ে যায়!