রুবাই-৯১


নিঃসঙ্গ পর্বতচূড়াও নেমে আসতে চায় মানব মেলায়
সত্যের অনুসন্ধানে তৃষিত মন বেশুমার সময় কাটায়;
নির্ঘুম প্রার্থনায় সাধক আল্লাহ্'কে তুষ্টিতে রয় মশগুল,
তবু হৃদয়ে ভয়, জীবন ব্যর্থ হবে যদি ভুল হয়ে যায়।


রুবাই-৯২


নিজ হাতে একদিন, বিজয় ছিনিয়ে এনেছিলাম;
নিজের চোখেই অবক্ষয়ের চূড়ান্ত রূপ দেখলাম!
এখন, নিজের কানেই শুনছি, পতনের পদধ্বনি!
তবে কি নিমেষেই, ঘটে গেলো স্বপ্নের নিলাম।


রুবাই-৯৩


বেলাশেষে বাসনারা যদি আত্মসমর্পিত হয়;
তবে, মৃত্যুপথযাত্রীর জন্যে অসম্মানের নয়।
কারণ ওপারে পরে আছে অশেষ-অনন্তকাল
ইহকাল, হোক না অপব্যয় কিংবা যন্ত্রণাময়!