রুবাই-৭৫


সময় এসে গেছে, এবার খুঁজে নাও সঠিক পথ,
জগদ্দল পাথরে আবৃত আছে তোমার ভবিষ্যৎ!
আলেয়ার সাথে সখ্যতা গড়ে পাবে না গো পার,
ওপারের কথা ভেবে, জানাও তোমার অভিমত।


রুবাই-৭৬


কবিতা হৃদয়ের কথা বলে, বলে সমাজের দৈন্যতার কথা;
প্রতিবাদ করে নিপীড়ন-নির্যাতনের, যা মনে জাগায় ব্যথা!
কবিতা লিখার শর্ত, হৃদয়ে জ্বালাতে হবে আলোর ফোয়ারা,
তবেই প্রকাশ পাবে মেধা, মন ছুঁয়ে হবে অনন্য কাব্যসুধা।