রুবাই-৭৯


সুরার নেশায় ডুবিয়া আমরা ভুলেছি দ্বীনের স্বাদ!
দুনিয়ার মোহে পেরেশান হয়ে ঈমান করি বরবাদ!
আলো-আঁধারীর লুকোচুরি রঙ্গে সন্ধান করি সাকি!
নেশা-নেশা চোখে হারিয়ে সুপথ মঞ্জিল ভাবি খাদ!


রুবাই-৮০


সোহাগের নির্যাস নিয়ে তোমার সমীপে যদি দাঁড়াই,
শান্ত, সৌম্য এক প্রেমিক রূপে যেন তোমাকে পাই।
খাদটুকু সব বাদ দিয়ে আমায় কাছে টেনে নিও প্রিয়,
চাইবার আর কিছু নাই জেনো, শুধুই তোমাকে চাই।


রুবাই-৮১


যে কষ্টটুকু দিয়েছো, মুখ বুঁজে সহ্য করেছি!
তবে, তোমার রুদ্রমূর্তি হৃদয়ে এঁকে রেখেছি!
ভাবো, অসত্যের অর্চনা করে অমরত্ম পাবে!
সেই সেখানে তোমার আমি পরাজয় দেখেছি।