রুবাই-৬০

মানুষই মানুষের তরে হয়ে যায় কষ্টের কারণ!
সৃষ্টির রহস্য লুকানো আছে, যা খুঁজতে বারণ!
কেউ স্বপ্ন দেখে আয়ুকে করতে ঢের উপভোগ,
কেউ ভাবে, এ নয় মূল সুরুক, নিন্দিত চারণ।

রুবাই-৬১

চটকদার বিজ্ঞাপনের মাঝে চলে প্রতারণার খেলা!
যে সময় ডাল-ভাত জুটানোই সবচেয়ে বড় জ্বালা!
বেকারত্বের অভিশাপে জীবন যখন বিবর্ণ, দুর্বিসহ;
তখন, নানা ছলে চলে মাঠে-ময়দানে রঙিন মেলা!

রুবাই-৬২

মুখোশের আড়ালে শয়তান হাসে মানুষের দুঃখ দেখে!
দ্রোহের নামে দেখিয়েছিল অহঙ্কার নষ্টামীর রঙ মেখে!
তখন থেকেই মানুষের, জুটেছিল প্রতিপক্ষ এ সংসারে,
তখন থেকেই শুরু হয় দুর্ভোগ! অপরাধ করতে শিখে!