দেখে-শুনে মনে হয় সার্কাস চলছে!
নানাঢঙে নানাজন কত কথা বলছে!
রঙঢঙ করে কেউ, মানুষকে টানছে!
ভাঁড়ের মত করে অনুগামী সাজছে!
কেউ কেউ নিজেদের, কবর খুঁড়ছে!
কারো কারো ফানুস আগুনে পুড়ছে!
চাপাবাজি করে কেউ বিশ্বটা ঘুরছে!
কেউ কেউ বালির বাঁধে স্বর্গ গড়ছে!


সত্য দমাতে মিথ্যার পীড়ন বাড়ছে!
ভরা পেট তবুও জোর করে কাড়ছে!
বাধাহীন ভাবে কেউ লুটপাট করছে!
নির্মম ভাবে কেউ, প্রতিপক্ষ মারছে!
বিনাদোষে কেউ বা গুমঘরে মরছে!
চলছে ‍সারা দুনিয়ায় সার্কাস চলছে!