আমাকেও ওরা বলেছিল সন্ত্রাসী!
আমিও ছিলাম নাকি বিচ্ছিন্নতাবাদী!
অথচ আজ আমি জাতির শ্রেষ্ঠ সন্তান!


স্বাধীনতাকামী তরুণ, যুবক, সৈনিক
উত্থিত কর বজ্রমুষ্টি দৈনিক,
স্বাধীনতা এসে সেলুট দিবে তোমায়।


স্বাধীনতার চেতনা, জীবনের অধিকার;
স্বাধীনতা বাড়ায় মেধা, মুক্ত জনতার,
স্বাধীনতা জুলুম প্রতিরোধের অঙ্গীকার।


স্বাধীনতার তরে করে না যারা সংগ্রাম,
মৃত্যু কি তাদের করে না স্পর্শ অবিরাম?
আর বীর শ্রেষ্ঠরা মরেও পায় গর্বিত সম্মান।


স্বাধীনতা জাতিসত্ত্বার অমর কাব্য;
নির্ধারণ করে দেয় দাগ-খতিয়ান,
বিশ্ব জুড়ে দেশে দেশে জন্মেছে মহিয়ান।


স্বাধীনতার অমূল্য মান, কর তার সন্ধান,
উন্নত জীবন বিধান, স্বাধীনতার অবদান।
স্বাধীনতা তুলির আঁচড় হয়ে মুছে দিক অপমান।