সম্ভবত ঢিলা হয়ে গেছে অবনীর কলকব্জা!
তবু, ভূখন্ড নিয়েও বাণিজ্য হয় বিশ্বপাড়ায়!
কারণ খায়েশ মিটে না ভক্ষকের আয়েশের!
তবে আলাপের মাঝেও শুনি বিলাপের সুর!
কখনো শুনি, খঞ্জরের ঝনঝনানী-আর্তনাদ!
ভেসে আসে লাশের দুর্গন্ধ আওলা বাতাসে!
সাথে যুক্ত হয় মূল্যবৃদ্ধির কারণে হা-হুতাশ!
বাড়ে কষ্টের প্রচন্ডতা নিত্য, দিন হলে শেষ!


আশংকা বাড়ছে দুর্ভিক্ষের, নীরবে-নিঃশব্দে!
অজ্ঞাতে হিসাব চলে, সিন্ডিকেটের মুনাফার!
মানুষ অন্ধ হয় লোভ-মোহে, ভুলে ভবিষ্যৎ!
চলছে প্রতিবাদ, উদ্দীপ্ত হতে থাকে রাজপথ!
চারিদিকে সাজ সাজ রব! সমবেত হয়ে সব;
তবুও যেন শেষ কথা! চাই ক্ষমতার মসনদ!