প্রতীক্ষার প্রহরগুলো প্রলম্বিত হতে হতে
জীবনের সীমা রেখা যখন প্রায় ছুঁই ছুঁই!
তখনও খুলে গেলে সফলতার রুদ্ধ দ্বার!
প্রিয়জন ভাবে, জন্মটা সফল হলো তাঁর।
এভাবে এগিয়ে যায়, স্বপ্নের সিঁড়ি বেয়ে
অনিশ্চিতের পথে পথে মানুষের সংসার!
আর যদি পথের মাঝে নিভে যায় আলো-
দুঃখ-ব্যথায় হানে অভিশাপের তপ্ত বাণ!
অতঃপর শুরু হয়, ওপারে জবাবদিহিতা!
বিগত সামনে এসে তুলে ধরে এজাহার!
সূচনা হয় মহাশাস্তি, যা চলে অনন্তকাল।
খোয়াবের চেতনা তখন বিমর্ষ হয়ে যায়!
সে বিষয় যদি জমিনেই বুঝতে পারতাম,
হয়তো জীবনটারে অন্য ভাবে সাজাতাম।