মেরেও জিতে, কেঁদেও জিতে
ফ্যাৎ কাঁদুনের ছা,
জাবগারাটার ওপার গেলেই
দেখবে ওদের গাঁ।


লেঠেল বাড়ির ছোট ছেলে
মগজ ভরা বিষ,
সবার বেলা বাসী-পান্তা
নিজে খায় ইলিশ!


খেলার মাঠে ল্যাং মারাটা
অনেক দিনের নেশা,
অভিনয়েও খুব শেয়ানা
সেটাই যে তার পেশা!


চাঁদে চাঁদে চড়ুই ভাতি
রাঁধতে পারে বেশ ভালো,
হিসাব নিকাস করতে গেলেই
মুখ হয়ে যায় কালো!


ক্যাটাং ছাড়া হয় না কথা
পড়বে একাই সাজ!
ঢেঁকি নাকি স্বর্গে গেলেও
ধান ভাঙ্গাটাই কাজ!