কতটা ত্বরিত ফুরিয়ে যাচ্ছে সময়!
কিন্তু, কিছুই গোছানো হয়নি শেষ!
একটা পালতোলা নাও ও নেই যে,
হ্ওয়ার টানে পৌঁছে যাব সেখানে।
তবে স্বপন ছিল সোনায় মোড়ানো,
মিত্র-অমিত্ররা পায়নি তার সন্ধান!
এখন আমি উদাসীর মত পথচলি,
খিড়কিটা বন্ধ রেখেছি সারা বেলা!


সোনালি ভোরের আশায় ক্ষণ গুনি,
হয়তো মিলতেও পারে তার দেখা;
গুছিয়ে নিয়ে চলে যাব সেই বেলা।
উদাসী নয়নে, কখনো ঝরে অশ্রু!
কখনোবা হাতড়ে মরি বিবর্ণ স্মৃতি-
যেখানে কেবল পড়ে আছে ছলনা!