ভালবাসার ঘাটতি হলেই শকুন ছোঁ মেরে
উপড়ে ফেলবে হয় তো মায়াবী দুটি চোখ!
যে দুইটি চোখের তারায়, দেখে যাই আমি
আমার রঙিন স্বপ্ন, ভালবাসার বাংলাদেশ।


যেদিন সবুজ চত্বরকে বুকের রক্তে রাঙালো
বাংলার দুরন্ত কিশোর-তরুণ অম্লাণ বদনে,
সে দিনই ফুটেছিল হৃদ জুড়ে অনিন্দ্য ফুল;
মায়ের আঁচলে শুয়ে আছে সাজিয়ে দু' কুল।


আজও ঝরে মায়ের চোখে ব্যথার অশ্রুজল!
বিরহ যন্ত্রণা হৃদয়ে দুঃখ বাড়াবে অনন্তকাল!
এখনো সেই মা স্মৃতির পাথারে খুঁজে ফিরছে
সেই মুখের মিষ্টিবাক, শুনে না যা কত সাল!


মুক্তির আশা বেঁধেছিল ঘর মুক্তিসেনার হৃদে,
তাইতো ওরা করেছিল রণ শত্রুসেনার সাথে!
অথচ মুক্তি আসেনি এখনো স্বপ্ন হয়েছে চুরি!
অদ্যাবধি শহীদ জননী, খুঁজছে খোকার ঘুড়ি!