দাম্ভিকরা যখন, গর্জনের ভাষায় হুঙ্কার দেয়,
তখনই বুঝি মানবিকতা আর বিচারের বাণী
আপন সৌন্দর্য হারিয়ে, পড়ে পড়ে মার খায়!
কালের কন্ঠ তখন প্রহর গুনে আক্রান্ত হবার!
স্তম্ভিত হয় সত্যের প্রহরী! তবু মৃত্যুকে মেনে
পাঁজর চিতিয়ে দাঁড়িয়ে যায় মুক্তির প্রত্যাশায়।
তবুও মাঝেমধ্যে অগণ্য আলোকবর্ষ দূর থেকে
পরাক্রমশালীর সদিচ্ছা এসে ঘটনা বদলে দেয়।

বিপন্ন নাগরিক চায় শান্তির পথ উন্মুক্ত হোক!
চায় সত্যের সান্নিধ্যে এসে অসুন্দর পাল্টে যাক;
ফিরে আসুক, বাক বিতানের সুসংস্কৃত স্বাতন্ত্র্য।
সাম্য সংযুক্ত হোক প্রজ্ঞাবানের নির্মল চেতনায়,
ক্ষমতা বশীভূত হোক বিনম্র মানুষের প্রেরণায়।
পুনশ্চ জেগে উঠুক প্রজন্মের লালিত সৌম্যদর্শন।