ভারসাম্যহীন সমাজে বাড়ে অস্থিরতা!
সমাধান নেই-অবিরত বাড়ছে হতাশা!
কেউ করে জল ঘোলা! কে পায় মজা!
যতই করো তোমরা, ধোঁয়াশার সৃজন!
যদিও তোমরা নও, জমিনের অধীশ্বর-
তবু করো ক্ষমতার বাহাদুরী রাত্রিদিন!
মনেই রাখো না মহাপরাক্রমশালীকে!
পিশাচের উপাসনা কর পার্থিব মোহে!


অলক্ষণ কুঠিরে বিছাও কুহকের জাল!  
স্বার্থ হাসিলে দাও হিসাবী দাবার চাল-
যদিও, নিজের অজান্তেই খুঁড়ছো খাল;
চূড়ান্ত সময়ে হবে নিশ্চয়ই বেসামাল!
তখনই বুঝবে তুমি, হয়ে গেছ বেহাল!
এখনও সময় আছে, ভাবো নিয়ে কাল।