কে কার দোস্ত আর কে কার দুশমন!
এ এক জটিল সময়, বিপর্যয়ের ক্ষণ!
এতো সেই শয়তান আর দাজ্জালের
পরিকল্পনা! করোনা কেউ অভিমান;
যার নিকট হারবে না, ঈমানদারগণ!


স্বার্থের দরকারে ওরা করে নিরীক্ষা!
তিনিও বসে নেই,করে যান পরীক্ষা।
মহানকৌশুলী হয় তো দিবেন শিক্ষা
করো না মুনাফেকি! করো অপেক্ষা;
চেয়েও পাবে না ওরা মার্জনা ভিক্ষা।


আর্তের অশ্রু কখনো যাবে না বৃথা,
ক্ষণের হিসাব রাখেন মহানবিধাতা;
সময় ফুরালে আর র’বে না ক্ষমতা
ফুরাবে তখন সকল হিসাবের খাতা
তখনই বুঝবে পামর, শাস্তির ব্যথা।


গত ১৪/১০/২৩ তারিখে প্রিয় কবি শহীদ উদ্দীন আহমেদ এর "ফিলিস্তিন" কবিতায় গত ১৫/১০/২৩ তারিখে প্রথম স্তবক কমেন্ট স্বরূপ লিখেছিলাম। বাকিটা যুক্ত করে আজ আসরে প্রকাশ করলাম। তাই কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।