আদর্শিক সংগ্রামে ছড়িয়ে পড়ে মুক্তির ঘ্রাণ;
অথচ স্বার্থের সংঘাতে ঝরে যায় অযথা প্রাণ!
বিজ্ঞগণ জানেন, কখন হয় বৃথাই রক্তক্ষরণ-
আর, কখন যে পাবে মানবতা মুক্তির প্রজ্ঞান,
কখন ঘটে সংকট মোচনে অচিন্ত্য বিস্ফোরণ!
সময় মানে না কারো বশ্যতা, ব্যতীত খোদার;
তখনই আসবে নির্দেশ, দেখা দিলে প্রয়োজন।


মানুষ অসহায়! লাভ নেই করে আস্ফালন,
ক্ষমতা সবারই ক্ষণস্থায়ী, শুধু আল্লাহ্ মহান।
তবে, মজলুমের স্বার্থে তিনি যথেষ্ট তৎপর;
জালিমের বিরুদ্ধে আছে তাঁর কঠোর বিধান।
শান্তির সুনির্মল বাতাস বইবে সেখানে তখন,
যেখানে বিশ্বাসীগণ মানবে মহাসত্য সানন্দে,
মিথ্যা হবে না যেখানে বিশ্বাসে মূলত প্রধান।