উত্তাল সাগরের উন্মত্ত ঢেউ
মেলেছে বিশাল ফণা!
পার ভাঙ্গা গর্জনে বিচলিত সেও
যার নেই কোন দায়-দেনা!


অথচ তরীর মাঝি ঘুরছে গরবী সাজি
ভাবে না জনপদ নিয়ে,
সুনামী আসছে ধেয়ে লাশের মিছিল নিয়ে
ঘুমিয়ে রয়েছে তবু স্বপ্নীল সুরা পিয়ে!


ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসে নাগিনীর বিষ;
অরণ্যে ডাক দেয় মোহনীয় শিস্,
কৈশর, তারুণ্যে লাগে যৌবনের ছোঁয়া
নির্ভয়ে সতীচ্ছেদ করে অহর্নিশ!


জ্ঞানী-গুণী মহাজন, ভাবে নেই অনটন!
পরম স্বস্তি নিয়ে বাঁধে সুখনীড়,
তলে তলে অভাজনে কড়ি দিয়ে কিনে তারে
নিশি রাতে করে এসে বেডরুমে ভিড়!


মোটা তাজা ঘুণ পোকা, সবাইকে বানিয়ে বোকা
শুষে নিল সমাজের তরতাজা খুন,
ঘর পোড়া গরুগুলো সিঁদুরে মেঘ দেখে
আতঙ্কে হারিয়েছে মানবিক গুণ!