জীবনের স্বপ্নগুলো বিবর্ণ প্রায়!
ধূসর মরুতে যেমন খেলে মরীচিকা!
সুর-অসুরে আপোষ হয়েছে মিটে গেছে শুদ্ধতা!


আর্য-অনার্য, করে টানাটানি বিষাক্ত বর্জ্য নিয়ে!
অর্থ-প্রভাব-ক্ষমতাই মুখ্য! দ্বন্দ্বের পথ বেয়ে
শাপ মোচনের খায়েশ মেটায় মেল বন্ধন দিয়ে!


ছলায় কলায় নির্মিত হয় সুখের প্রতিচ্ছবি!
কাল বৈশাখী গ্রাস করে সবই, হারিয়ে গিয়েছে রবি!
অসৎ-অসতীর অবাধ রতিতে সত্য হারায় গতি,
প্রশ্নবিদ্ধ রক্তের ধারা! কে বা পিতা, কে বা পতি!


ভাঙ্গা দর্পনে আপনারে দেখে বিস্মিত হয় মন,
রুদ্ধ করো না ফিরিবার পথ,
পারবে ফেরাতে পতন?