ছবির মত শহর যদি থাকতো আমার দেশে,
রংতুলিতে আঁকতাম তারে বড় ভালোবেসে।
কবি হয়ে লিখতাম আমি, মনের মত কাব্য,
থরে থরে সাজিয়ে রাখতাম অপূর্ব সব দ্রব্য।
রসনার কণ্ঠহার গেঁথে গেঁথে দিতাম উপহার,
হৃদয়টা মাতিয়ে দিতাম, দেখতে কি বাহার।
বাগান করে ঘরে ঘরে, আবাদ করতাম স্বপ্ন,
মিষ্টি ঘ্রাণে মন জুড়াতো, কাটতো পরম লগ্ন।
কল্পলোকের গল্প এনে শুনাতাম দিন-রাত্রি,
নিবিষ্ট হয়ে সাজতো বধু, সব বয়সের পাত্রী!


থাকতো না আমার দেশে মনে কারো কালো
অন্ধকার তাড়িয়ে দিতাম জ্বেলে রঙিন আলো
মনের মাঝে রেখেছি যারে অতি আপন করে,
তাকেই আরো যত্ন করে রাখতাম হৃদে ভরে।