নির্মল আকাশে সত্য ডানা মেলে নিষ্পাপ শিশুর মত!
বিশ্বস্ত গুহার মুখে মাকড়সা জাল বুনে
বিভ্রান্তির মরীচিকায় ধোঁকা খায় অক্টোপাশ!


চাঁদকে ব্যঙ্গ করে জোনাকীর ঝাঁক;
সলোকে আলোকহীন! আঁধারে ছড়ায় পুলক!
জোয়ার ভাটার মাঝে সুখে-দুখে কাটে বেলা,
রঙচটা ফাগুনে বসে, বখে যাওয়া দর্শন মেলা
অহমিত বর্ণবাদের পসরা নিয়ে!


মোহিনী শঙ্খচিলেও গ্রাস করে শান্ত প্রভাত;
তপ্ত বালুচরে উষ্ণ রসায়নে লোহুর প্রপাত!
অসম সমরে তবু ললাটের ভাঁজে ভাঁজে উল্কাপাত!
বিনয়ের আনন্দধারা অশুভ অন্তর্ঘাতে হয় কুপোকাত!


লালিত রীতি-নীতি ফানুসে চড়ে বোসে শূন্যে ধায়-
বেজন্মা রক্তচোষা, তরঙ্গে ছড়িয়ে নেশা, স্বর্গ চায়!