বিন্দু বিন্দু ঘাম, বিন্দু বিন্দু রক্ত-খুন
সৃষ্টি করে বিশ্বময় কালজয়ী ইতিহাস।
মৃত্যু নয় কার সুনিশ্চিত এই জমিনে?
তবু, কিছু মৃত্যু হয় বিজয়ের উপহার।
কিছু মৃত্যু হয়ে যায় মুক্তির রূপকার!


সবাই স্বপ্ন দেখে কতরূপে রাত্রিদিন!
সত্য হয়েছে বলোতো কবে ক’জনার!
কিছু কিছু স্বপ্ন যখন সত্য হয়েও যায়,
থাকে তার পিছনে রক্ত-ঘামের ক্ষয়;
বিনাশ্রমে কবে বলো এসেছে বিজয়?


রক্তের বিনিময়ে অর্জিত মুক্ত দেশের
রাজপথ কেন বার বার খুনরঞ্জিত হয়?
জবাব দেবার এখন, আর কেউ নেই!
তবে, সত্য ফিরে আসে আপন স্থানে
ঝড়-জলোচ্ছ্বাস আর তুফানের পর।