ফেরারী জীবনেও স্বপ্নরা করে ভিড়!
বোঝে না সময়ের উজান-ভাটির খেলা!
প্রেম-প্রীতি-ভালোবাসা হৃদয়ে বাঁধে বাসা!
কিন্তু, আগ্রাসী পিশাচের থাবায় অধিকার হারায়!
আবার মিছিলে পা বাড়ায়, খুঁজে মুক্তির পথ;
কেউ নেয় জীবনযুদ্ধের আমরণ শপথ!
আবার কেউ হয়ে যায় শকুনের তাবেদার!
ছদ্মবেশে ছড়ায় ষড়যন্ত্রের জাল শত্রুর মত!
চলে দৃশ্যের আড়ালে! ধরে পামরের পথ!
তবু, সুজনের দেশপ্রেম করে গতিরোধ;
এগিয়ে যায় ঝুঁকি নিয়ে মুছে ফেলতে-
জিঞ্জিরাবদ্ধ-রক্তে রঞ্জিত কলঙ্কিত ইতিহাস।
সুনীতির চাদরে আব্রু বাঁচাতে চায় বারংবার!
কিন্তু, আপনাকে বাঁচাতে ব্যর্থ করে অবিচার!
পাষন্ডের নির্মমতা ভয়ঙ্কর সীমাও ছাড়িয়ে যায়!
ওরা গড়ে তুলতে চায় অমরত্বের কল্পপ্রাচীর!
যদিও মরণ থাবা সময়ের অপেক্ষায় রয়।
কালের পরিক্রমায় রচিত হয় মহাসত্য;
মিথ্যা মিশে যায় চিরতরে পথের ধূলায়,
আবার আবাদ হয় নতুনের, সত্য প্রতিষ্ঠায়।