তথ্য সন্ধ্যানের তরে প্রত্যয়ী হলে
সত্যের অনুগুলি বেড়িয়ে পরে;
সত্য মানুষকে আলোকিত করে করে
সমাজ কাঠামোকে দৃঢ়চেতা করে।


বিনয়ের সাথে আমি বলে যেতে চাই-
সত্যের গর্ভ ছাড়া কোথাও শান্তি নাই।


প্রকৃতি, নিসর্গ সত্যেরই প্রতিরূপ
চিত্তকে বিত্তশালী করে সারাবেলা,
একদিকে সবুজের বিশাল পাহাড়
বিপরীতে সাগরের ঢেউ করে খেলা।


পলকে পুলকিত হয়ে যায় মন
নির্মল চন্দ্রিমা দীপ্তি ছড়ায় যখন।


ফুলের পাপড়ি বিলায় অপরূপ শোভা
সকালে সোনালী রবি মূর্ত করে প্রভা;
সবুজের সমারোহে সদা নিরাপদ শ্বাস
মাথার উপরে হাসে নীলাভ আকাশ।


জমিনে শষ্য দোলে হিমেল হাওয়ায়
ডানা মেলে পাখিরা নীড়ে ফিরে যায়।


সত্যের সাথী হয়ে গড়ি যদি আবাসন
এসো সবে গলে মিলি, দূর হোক প্রহসন!
নিরবধি করি যদি নির্দোষ আলাপন
সবাই সবার হবে শুভাকাঙ্খী, প্রিয়জন।


এসো সত্যের সাথে করি বৈরিতা পরিহার
গড়ি সুন্দর অবনীকে, মিটে যাক হাহাকার!