স্বপ্নচুড়ায় বসে দেখে বিশ্বকে
বাস্তবতায় করে ভয়!
জগতের সত্যকে কোরে অবহেলা;
মানতে চায় না পরাজয়!


শীতের বিকেলে তাপহীন রোদ্দুর
খুঁজে ফিরে চৈত্রের খরা,
বিপন্ন অরণ্যটা যেন ক্লেদে ভরা
স্বপ্নরা মুক্ত হোক জরা!


আশঙ্কা ভর করে সব হারাবার
হয় না স্বপ্নের চিত্রটা গড়া!
প্রসব বেদনা দেখ উঠেছে ভুবনে
নতুন সজ্জায় সাজবেই ধরা!


বিনোদী নন্দিনী উদাসী বন্দিনী
ভেবে ভেবে সারা!
পলাতক প্রেম খুঁজে নিশীথে নির্জনে
শুরু হয় অশ্রু ঝরা!


বিলাসী দিয়ে ফাঁসি প্রেমের আল্পনা-
ছড়িয়ে দেয় যন্ত্রনা,
শান্তি বিহনে হৃদ জ্বলে প্রেমানলে
অগোচরে খোঁজে সান্ত্বনা!