ছলনা'র মিত্র হতে কখনো চাই না;
তবুও সুদূর থেকে করে সে নিশানা,
আমার হৃদয় টানে আলোর সুগন্ধ-
যেইখানে খেলা করে সত্যের আনন্দ।
শয়তান ধোঁকা দেয়, নিত্য-নিয়মিত!
হয় তো মিথ্যুক বলে, হয় না বিব্রত!
পুলকিত হয় খুব, নীতিহীন ভ্রষ্ট-
মানুষ দুর্বল তাই, করে তারে নষ্ট!


হায়াত পেয়েছে ঢের, তাই করে ছল্ !
ঈমানে আঘাত করে, প্রতি পল পল!
আমাদের হতে হবে, ভীষণ সতর্ক
মানুষের বেশে করে অন্যায্য বিতর্ক!
ইন্দ্রজালে ফেঁসে তার, বুদ্ধু হয় লোভী-
অশ্লীল চরণ লিখে, হয়ে যায় কবি!