মোড়ল যদি বলে, এতো সেই
নিয়ম ভাঙ্গার অসভ্যতা!
আমি বলবো, ফুলের টোকায়
হয় নারে দূর অশিষ্টতা!

আগ্রাসীরাই ধরতে পারে রোগ;
তাইতো, করে ঝাড়ুপেটা!
নইলে ওরা থাকবে ঘাড়ে বসে,
হয়ে যাবে দুষ্টচক্র ঠ্যাঁটা!

দুর্ভাগ্য বদলের অঙ্গীকারে যদি
স্বীয় ভাগ্য গড়ে নিরন্তর!
নীতিশাস্ত্রের মধুর কথার শেষে
হতে খাকে ওরা স্বার্থপর!

লুটপাট করে ভেঙ্গে দীনের ঘর
প্রতিপক্ষকে করে সর্বস্বান্ত!
দ্রোহীরা গুনতে গুনতে খেসারত
অবশেষে হয়ে পরে ক্লান্ত!

এমনি করে চলে, বিশ্ব স্বৈররাজ
ক’জনা দিতে পারে রুখে?
তাইতো সবাই হও যদি আগ্রাসী
জয় করে রবে তুমি সুখে।