স্বপ্ন দেখা তো কোনো দোষের নয়;
দেখতেই পারি আমরা সর্বজনে,
তবে, দক্ষতা-সততার ঘাটতি হলে
মিশন-ভিশন রয় না নিয়ন্ত্রণে।


সবার স্বপ্নগুলো যদি নির্দোষ হতো
উদার হতো যদি সবার হৃদয়,
এগিয়ে যেতো আমাদের মহানদেশ
বিশ্বের সবারই মন করে জয়।


পঞ্চাশবছর পরও সুশাসন প্রশ্নবিদ্ধ!
মানবতা পড়ে পড়ে খাচ্ছে মার!
কারো স্বার্থপরতায় জাতি রুগ্ন হলে
উঠে যদি ঝড়, পাবে কি পার?


বাক্যালাপ ছাড়া সমস্যা কি মিটবে?
তবে বন্ধ কেন আজ আলাপন!
হুঙ্কার-প্রতিহুঙ্কারে কে হবে বিজয়ী!
শুধু পরাস্ত হবে জাতি-জনগণ!


সময় থাকতেই যদি করো মিটমাট
কাটবে আসমানের কালো মেঘ,
আর নয় অবহেলা করে ফেল সন্ধি
মানবকল্যাণে বাড়বে গতিবেগ।