যে খেলায় রক্ত ঝরে, বাড়তে থাকে যন্ত্রণা!
কেউ আবার আগবাড়িয়ে দিচ্ছে শুধু মন্ত্রণা!
লভ্যাংশ বাড়াতে তুমি ঢালছো কেনো বিষ?
নিজের পাতা ফাঁদে পড়ে হারাতে হবে দিশ!
সময় কারো পুতুল নয়, নয় সে কারো দাস,
আজ না হয় আগামীকাল, হবেই হবে ফাঁস!
গোপন তথ্য প্রকাশিলে বাড়বে বিশ্বে অমিত্র,
প্রভুত্বের বড়াই যতই কর, তখন হবে ভৃত্য!


আজ না হয় কালকে যখন খুঁজবে নতুন বন্ধু
পাড়ি দিতে হবে তোমায় গহীন জলের সিন্ধু!
ভাববে না কেউ আস্থাভাজন-এটাই চিরসত্য,
করবে না রে প্রকাশ তখন, কেউই আনুগত্য!
দিতে হবে ভুলের মাশুল সারাটি জীবন ধরে,
আসবে না কেউ খবর নিতে, নষ্ট-ভ্রষ্ট নীড়ে!