স্মৃতি কাতর  জন মন  সময়-অসময়ে
নিজের অজান্তেই হারায় স্মৃতির পাতায়;
যেখানে শৈশব, কৈশর করে মাতা-মাতি।


ক্ষণিকের তরে হলেও ভুলে যায় জীবনের
দু:খ ব্যথা যত, ভুলে যায় অপূরণীয় ক্ষত,
বদলে  যায় মন, দিবস কিংবা রাতি।


স্মৃতি হাসায়, কাঁদায়! ফেরাতে চায়
সেই সেথায়, মন চলে যায় যেথায়,
কখনও আনন্দ ছন্দ তোলে মধুক্ষণে;


প্রেম-বিরহ, অথবা কলহ আসে স্মরণে!
তারুণ্য-যৌবন, উঁকি দেয় ক্ষণে ক্ষণে,
প্রেয়সীর ঠোঁটে হাসি! ডাকে নির্জনে!