আমি তো ভাই কবি নইরে, পোষ্ট অফিসের ডাক বিলাই
অনেক চিঠি জমে গেছে বিলি করবার মানুষ নাই,
পোষ্ট মাষ্টার আসবে না আর, বন্ধ করা যায় না দ্বার;
পিয়ন ব্যস্ত ধান্দা নিয়ে, আমি হলাম চৌকিদার!


মানব নামের দানবগুলো, প্রভূর বিধান ছুঁড়ে দিল!
দার্শনিকের লেবেল এঁটে লিখলো নিজেই সংবিধান,
যার যা খুশি করুক ওরা, আমি হলাম গোবেচারা!
ডিউটি যদি না করি ভাই, কেউ হবে না জামিনদার।


যতই কর জারিজুরি, বিজ্ঞানী তো ভূরি ভূরি!
কক্ষ পথের চাক্কা তুমি বন্ধ করতে পারবে কি?
সমাজ তোমার বাত মানে না! দিনের বেলা রাত খোঁজে না;
ভাল মন্দের ব্যবধানটা ঘুচিয়ে দিতে পারবে কি?