নীড় হারা ঝড়ের পাখি এক বুক যন্ত্রণা নিয়ে
খুঁজে ফিরে অবিরত শান্তির নীড়।
যেখানে শৈশব, কৈশরের স্মৃতিরা হাতছানি দেয়!
তারুণ্যের উচ্ছলতা, যৌবনের উদ্দীপনাও আজ
হারিয়েছে তার জীবনের বর্ণিল সময়!
অবজ্ঞা-উপেক্ষার কাছে হেরে যায় মানবতা!
সম্পর্ক হয়ে যায় শুধুই বিলাসিতা!
হৃদয় ক্ষত- বিক্ষত করে প্রহসনের চাবুক!
দাদুরা মগ্ন তবু জীবনের সংগ্রামে;
আল্পনা এঁকে এঁকে দিগন্ত পানে ধায় গোধূলি বেলায়!
অবনী-অকৃপন, উন্মুক্ত তরী,
তবে একেবারেই অস্থায়ী সবার বেলায়।
পান্থ এসেছে কাটাতে মহি’তে  কিছুটা সময়।