অবক্ষয় যখন জাপটে ধরে অক্টোপাশের মত ছলে-
উদ্ধত ফণা মেলে বিষাক্তসর্প দংশন করবে বলে!
নীরবে শুষে নেয়! মানুষের জীবনীশক্তির নির্যাস!
কেড়ে নিতে সবুজের ধীশক্তি, করে গরলের চাষ!
বিষাক্ত বীর্যের বিচ্ছুরণে জন্ম হয় উচ্ছিষ্টভোগীর!
যারা বিষবাষ্প ছড়িয়ে, বর্গে সৃষ্টি করে অশান্তির!
সৃষ্টি করে কৃষ্টিহীন নির্লজ্জতা সমস্ত জমিন জুড়ে!
যারা বিনোদিনী হয়ে লুটে নেয় ঈমান চুপিসারে!
আধুনিকা বধু সেজে! অভিসারে যায় দ্বারে দ্বারে!
লিপ্ত হয় অনৈতিক কর্মে, সমাজ ডুবে ব্যভিচারে!
তখনো আল্লাহ’র কিছু অকুতোভয় সৈনিক থাকে,
যারা তাঁর সৃষ্টি ভালবেসে লালনকরে জ্যোতিকে।
মুক্তির বাণী পৌঁছে দিতে চায় যত বিবর্ণ বাসরে,
মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় প্রাণকে বাজি ধরে!