তোমাকে আমার চিনতে হয়নি ভুল;
কতটা সময় কাটালে ছদ্মবেশ ধরে!
তার চেয়ে, পরিহার করো ভ্রষ্ট ফুল;
তোমাকে আমার চিনতে হয়নি ভুল।


দু’কানে পড়েছ বধুয়ার মত স্বর্ণদুল,
কোকিলের মত কুহুস্বরে ডাক দিয়ে
মনের মাঝে গড় দৈত্যের বেদীমূল!
তোমাকে আমার চিনতে হযনি ভুল।


সেই তাকে পেতে, হই কত ব্যাকুল!
তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, হও মহান;
অথচ ওরা মাশুল গুনে হারিয়ে কুল!
তোমাকে আমার চিনতে হয়নি ভুল।


নব্য চালে শত্রুর তরে সাজালে শূল!
সূক্ষ্ম বেণীর ছলে পদ্মগোখরো দুলে!
মক্ষীরানীর মত, নীরবে ফুটালে হুল!
তোমাকে আমার চিনতে হয়নি ভুল।