নতুন সাজে সাজলো মেয়ে
করতে মন হরণ,
ভীরু ভীরু নয়ন যে তার
মন্থরা চরণ।


আলগোছে যায়, সাবধানী পায়
আলতা দুধ বরণ,
মন না পাবার নেই তো ওজর
নেই কোন কারণ।


কলা পাতার লাল পেড়ে তার
খান্দানী শাড়ি,
সাগর পাড়ে জন্ম তাহার
চালায় দামী গাড়ি।


হর হামেশা সত্য কথা
বলে অনর্গল,
ঝুট ঝামেলা এড়িয়ে চলে
জানে না সে ছল্।


পড়শী দুখে হয় সে কাতর
দরদ ভরা মন,
মানবতার জ্যান্ত প্রতীক;
গণ মুক্তিই পণ।