ফাঁপরে আছিস-ফাঁপরেই খাক!
নিষ্প্রভ-মজলুম খায় নুন-শাক!
তোদেরই জুলুমে মানুষ অক্ষম;
অচিরেই ধরবে কষে দুরূহ যম।
মিথ্যার প্রলেপে হায় কি চমক!
প্রতিবাদ করলে, মারিস ধমক!
বেশি আর দেরি নেই সেদিনের
আফসোস করবি রে এ দিনের!


কিন্তু পাবি কি তোরা আর পার!
বুভুক্ষু ধরবে কষে তোদের ঘাড়,
পরবে তোদের পিঠে প্রচুর মার;
রুদ্ধ হবে তোদের তরে ঘরবাড়
সে দিন বুঝবি, চোরের কি দণ্ড!
মানুষ বলবে তোদের মস্ত ভণ্ড!