তুমি কি দেখেছো নবীন ঊষার
প্রতিটি সকাল বেলা?
তুমি কি দেখেছো মেঘ-বৃষ্টির
ঝড়-শাপটের খেলা?

তোমার নয়নে আলোর ঝিলিক
তুমি যে আগামী ভেলা,
তোমার হৃদয়ে ভালবাসা চাই
বসাবো সেখানে মেলা।

তুমি যে দেশের আশার প্রদীপ
তোমাতে স্বপ্নবাস,
অতন্দ্র প্রহরী হতে হবে জেনো
নিভিলে সর্বনাশ!

তোমাকে নিয়েই গর্বিত জাতি
তুমি যে আশার আলো,
সকলের মাঝে জ্ঞানের প্রদীপ
আপনার হাতে জ্বেলো।