উদ্ভট সভ্যতার বর্ণচোরা সহযাত্রী
প্রসব বেদনাহীন অবনীর ধাত্রী!
স্বপ্নের বীজ বুনে বয়ে আনে অশান্তি
প্রতিদিন নব বেশে ফিরে আসে ভ্রান্তি!


অসত্য চাষ করে আধুনিক লাঙ্গলে
জরা-ব্যাধি অঙ্কুরে বাড়ন্ত জঙ্গলে!
কুয়াশার মাঝে হয় যন্ত্রণার জন্ম
ভোগের পরিধি বাড়ে,যাঁতাকলে ধর্ম!


জীর্ণ সমাজ তবু কমে না আচারী ডাঁট;
অশুচিরা অকাতরে করে যায় মন্ত্রপাঠ!
অন্ধগলিতে জাহাজ ভিড়িয়েছে বড় লাট
মিত্রকে সাথে নিয়ে বিছায় পালং-খাট!


নিত্য ফাগুনী তাপে কামাগ্নি পোঁতে ভ্রুণ
অসতী নিত্যদিনই নব জাত করে খুন!
সোৎসাহে কাটে নীতি অবাধ্য কালো ঘুণ
দাবানল ছড়িয়ে দেয় জ্বালিয়ে উনুন!


তলায় তলিয়ে তরী করো অশ্রুপাত?
কালো মেঘে ভর করে আসে বজ্রাঘাত,
ভুলের মাশুল গুনে অমানিশা রাত
আর কি আসবে ফিরে সোনালী প্রভাত?