আলোর ঘরে বসত করে
পুষছো মনে কালো,
ঈর্ষা-দ্বেষের রেসিপিটা
বাসছো বড়ই ভালো!


অকৃতজ্ঞ মনের মাঝে
অতীত ভোলা রোগ,
সুখের সাথে বাসর গড়েও
যায় না ভোলা শোক!


কলম যখন যার আঙ্গুলে
বলবে তারই কথা,
রঙ্গ-ব্যঙ্গে সঙ্গ দিলেও
মনের মাঝে ব্যথা!


পানকৌড়ি উড়াল দিয়ে
বসলো জলাশয়ে,
ভাগ দেবে না আর কাউকে
উদয় হয় হৃদয়ে!


যার কথা সে বলুক না সই
বলতে যদি পারে,
জলাশয়ের মালিক তো নও
বোঝাও আপনারে।