দুঃশাসকের বরকন্দাজ যখন দেশপ্রেমের বাণী শোনায়,
মনে হয়, আমি বুঝি স্বর্গেই কাটাই সুখের জীবন!
মনে পড়ে যায় সেই ত্যাগের কথা, রক্তবন্যার কথা!
যে রক্তের বন্যায় ভেসে গিয়েছিল লক্ষাধিক প্রাণ!
অথচ, পাইনি ওদের একটিও লাশ, পাইনি দর্শন!
জন্ম থেকেই বেছে নেয় যারা সুবিধাজনক স্থান,
তাদের মুখে মানায় না পতাকার জয়গান!


যারা কথা বলে হুমকির ভাষায়, চালায় কামান!
যারা লোপাট করে মানুষের ধন, গরীবের ত্রাণ!
যারা উপহার দেয় দুর্ভিক্ষ আর লাশের পাহাড়-
স্বপ্ন গুঁড়িয়ে দিতে চালায় অহর্নিশ সশস্ত্র অভিযান!
জিম্মি করে আপন স্বার্থে কোমলমতির শিক্ষা প্রতিষ্ঠান!
মাদকের তেজারতি ছড়িয়ে দিয়ে ঘরে ঘরে খায় কমিশন!
কেমন লাগে তাদের মুখে শুনতে দেশাত্মবোধক গান?