বাঁদরের লেজহীন বংশধরেও বোঝে
ওদের সভ্যতায় ধরেছে পচন!
তাই তো কোরাস ধরেছে
এই বলে, “নরকে স্বাগতম”!


বিজ্ঞানের আশির্বাদে! আবির্ভূত “ব্লু হোয়েল”!
আত্মহত্যার শৈল্পিক মরণেও পুলকিত ইহলোক!
যেন এসেছে জমিনে দারুন এক চিজ!
তাই তো গর্ব ভরে বলে-
মরিচা ধরা আপন দর্শনের অন্ত:সার শূন্য বীজ!
“ওয়েল কাম টু হেল”!


উন্নতির শিখরে দাঁড়িয়ে আঁৎকে উঠে পিছন ফিরে!
বেজন্মা আগাছার ঝাড় অক্টোপাশের মত
খামছে ধরেছে সোনালী ফসল!


বানের জলে ভেসে যায় কুমারীর বিবস্ত্র লাশ!
সতীত্বের পরীক্ষা নিয়ে হিমশিম খায় হুকুমের দাস!
অলৌকিক ভাবে হারিয়ে যায় সিসিটিভির ফুটেজ!
লাজ-লজ্জাও নিজেকে আড়াল করে শরমে!


কুয়াশায় ঢাকা রহস্যের গলিপথ-
আলোর দিশা চায় নিজের মত করে;
অথচ প্রলয় অপেক্ষমান বিধাতার নির্দেশে।