সাঁঝ আকাশে উঠলো হেসে
ঈদের বাঁকা চাঁদ,
রাত পোহালে কোর্মা পোলাও
আহারে কি স্বাদ।


সূর্যোদয়ের সাথে সাথে
ঈদের মাঠে যাই,
নামায শেষে সালাম করে
ঢের সেলামী পাই।


মায়ের রান্নার নেই তুলনা
মজা করে খাই,
আদর করে বাবা মায়ে,
আদর করে ভাই।


যেখানে যাই সেখানে পাই
ফিরনী পায়েস দই,
মনের সুখে ঈদের মেলায়
করি যে হই চই।


রঙ বাহারী পোশাক পড়ে
মেটাই মনের সাধ,
ঈদের দিনের ভালবাসায়
থাকে না রে খাদ।